#FOGO🔥🔥🔥 এইটা নতুন কয়েন, যারা রিলিজ হওয়ার সাথে সাথেই কিনেছিল তারা প্রফিট বুক করে বের হয়েছে। অর্থাৎ এখন পানিক সেলের সম্ভাবনা কম। আমার এনালাইসিস অনুযায়ী যেকোন কয়েন রিলিজ হওয়ার পর পানিক সেল শেষে আবার মুভমেন্ট তৈরি হয়। এই মুভমেন্টটা থাকতে পারে ২ দিন, ৭, দিন আবার মাস বাপি।
যেমনটা #brave কয়েনের দেখতে পারেন।
এজন্য যারা ৭ দিন বা মাসের জন্য যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা চাইলে ইনভেস্ট করতে পারে পারেন। আমার পরামর্শ থাকবে ৭ দিন বা ১ মাসের জন্য ইনভেস্ট করার।
কপালে থাকলে ৪ টাকার কয়েন ৮ টাকা হইতে পারে।
হয় আসবে না হয় যাবে একটু, কারন লসটা শুধু ক্যালকুলেটিভ নেন। আপার লিমিট বসায়েন না। কয়েন খুব বেশি মার্কেটে নাই। এ ধরনের কয়েনের দাম ১৫ টাকা ছাড়াইতে পারে ৩ মাসে।
সবই আল্লাহর ইচ্ছা।
