ইতিহাসে প্রথমবার গোল্ড ফিউচার ৫,১০০ ডলার ছাড়িয়েছে এবং সিলভার ১০৫ ডলারের নতুন রেকর্ড গড়েছে।
কেন এই পরিবর্তন?
ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছে। অন্যদিকে $BTC. বর্তমানে রিস্ক অ্যাসেট হিসেবে আচরণ করায় এবং বড় প্রতিষ্ঠানগুলো প্রফিট বুক করায় এর দাম কিছুটা কমছে। সেফ হ্যাভেন ফ্লো মূলত মূল্যবান ধাতুর দিকেই বেশি যাচ্ছে।
টার্গেট গোল্ড ৫২০০ সিলভার ১১০
#GoldRecord #SilverATH #BTCUpdate #MarketAnalysis #SafeHaven #XAU #XAG


